ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ইবিতে ছাত্রী হলে পানির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১১, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পানির সংকট সমাধানের দাবিতে রাতে হলের বাইরে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা।  

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে হল গেটের সামনে বিক্ষোভ করে তারা। পরে হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ দিনের মধ্যে পানির স্থায়ী সমাধানের আশ্বাস দিলে তারা হলে ফিরে যায়।

হল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন  শেখ হাসিনা হলের ছাত্রীরা হলের প্রধান ফটক খুলে সামনে অবস্থান নেয়।এ সময় তারা হল গেটের সামনে অবরোধ করে পানির স্থায়ী সমাধানের দাবি জানায়।

ছাত্রীদের দাবি, ‘দীর্ঘ দুই মাস ধরে হলে হলে পানি সংকট। মাঝে মাঝেই পানি পাওয়া যায় না।বিষয়টি হল কতৃপক্ষকে জানালেও তারা কোন সমাধান করছে না। শেষ এক সপ্তাহ ধরে, পানির সংকট আরও তীব্র হয়েছে। দিনে দুই ঘন্টা পানি থাকে। যা দিয়ে আমাদের দৈনন্দিন কার্য শেষ হয় না। বাধ্য হয়ে এই মধ্য রাতে হলের সামনে আসতে হয়েছে। আমাদের আন্দোলন প্রভোস্ট স্যারের বিরুদ্ধে না। আমরা আমাদের পানির সংকটের স্থায়ী সমাধন চাই। ছাত্রীরা জানায়, সম্পূর্ণ হলে পানির সমস্যা নেই। শুধুমাত্র পুরাতন ব্লকে পানি সমস্যা। নতুন ব্লকে পানির সংকট নেই।  

পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন। এরপর রাত ১২ টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড.মিজানুর রহমান ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীদের সাথে বাক-বিতন্ডা শুরু হয়। পরে প্রভোস্টের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা হলে প্রবেশ করে। 

ছাত্রীদের দাবি, দীর্ঘ চারদিন ধরে হলের উত্তর ব্লক তীব্র পানি সংকট দেখা দিয়েছে। বিষয়টি একাধিক বার হল প্রশাসনকে জানানোর পরও কোন সমাধান হচ্ছে না। ফলে হলের দক্ষিণ ব্লক বাথরুম, গোসলসহ সংশ্লিষ্ট যাবতীয় কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

এ বিষয়ে হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানায়, গত চারদিন ধরে হলে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এর ফলে আমরা সময় মত আমাদের প্রয়োজন মেটাতে পারছি না। হল প্রশাসনকে বিষয়টি জানলেও তারা এ বিষয়ে কর্ণপাত করছেন না। তাই বাধ্য হয়ে হল থেকে বের হয়েছি।

এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘আগামীকাল সকাল থেকে কাজ শুরু হবে। আশা করছি, কালকের দিনের মধ্যেই পানি সংকটের সকল সমস্যা সমাধান যাবে।’  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি